ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন ৫ লেখক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন ৫ লেখক ...

চট্টগ্রাম: বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি সম্মাননা পাচ্ছেন দেশের ৫ কৃতী লেখক। তাঁরা হলেন- অজয় দাশগুপ্ত, ফারুক হোসেন, আহসান মালেক, কেশব জিপসী ও রমজান মাহমুদ।

একাডেমির জুরি বোর্ডের এক সভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী ১৪ অক্টোবর সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শেখ রাসেল বইমেলা ও শিশুসাহিত্য উৎসব ২০২৩’র মঞ্চে তাঁদের হাতে এ পদক তুলে দেওয়া হবে।

দেওয়া হবে সম্মাননা স্মারক, উত্তরীয়, উপহার ও নগদ সম্মানী।

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক রাশেদ রউফ জানান, শেখ রাসেল বইমেলা এবার দ্বিতীয়বারের মতো আয়োজিত হলেও ‘শিশুসাহিত্য উৎসব’ বেশ কয়েক বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারে ১৩-১৮ অক্টোবর ৬ দিনব্যাপী চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে।  

উৎসবে দেশের প্রায় সাড়ে তিনশ’ লেখক অংশ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।