ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

একাত্তরের পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে চক্রান্তে মেতেছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
একাত্তরের পরাজিত শক্তি দেশের বিরুদ্ধে চক্রান্তে মেতেছে

চট্টগ্রাম: বিএনপি-জামায়েতের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুর সভাপতিত্বে অবিনাশী ৭১ এর আয়োজনে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।

এ সময় তিনি বলেন, একাত্তরের পরাজিত দেশীয় ও আন্তর্জাতিক শক্তি আবারও বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্তে মেতেছে।

শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে, তখন এই দেশকে আবারও তলাবিহীন ঝুড়ি করতে তারা উঠে পড়ে লেগেছে। জনগণ তাদের প্রত্যাখান করে ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে।

ইমতিয়াজ আহমেদ বাবলা ও মো. ইসমাইলের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বখতেয়ার উদ্দিন খান, মহানগর আওয়মী লীগের সদস্য ও কাউন্সিলর নেছার আহমদ মঞ্জু, কেন্দ্রীয় যুবলীগের সাবেক অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, সরাই পাড়া ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক ও কাউন্সিলর নুরুল আমিন, দক্ষিণ কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, ২৬নং উত্তর হালিশহর কাউন্সিলর হাজী লায়ন মোহাম্মদ ইলিয়াছ, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকন, উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান ইকবাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ