ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাঙ্গুনিয়ায় ভোররাতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
রাঙ্গুনিয়ায় ভোররাতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা ...

চট্টগ্রাম: বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের তৃতীয় দিনে রাঙ্গুনিয়ায় একটি বাসে আগুন ও আরও দুটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।  

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চন্দ্রঘোনা লিচু বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বাংলানিউজকে বলেন, রাস্তায় দাঁড়ানো অবস্থায় এবি ট্রাভেলস নামের একটি বাসে আগুন দেওয়া হয়।

আধাঘণ্টার চেষ্টায় বাসের আগুন নেভানো হয়। এছাড়া একই পরিবহনের আরও দুটি বাসও ভাঙচুর করা হয়েছে। তবে বাসে কেউ ছিলেন না।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অবরোধকারীরা পালিয়ে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে।  

এর আগে মঙ্গলবার পাথরবোঝাই দুটি ট্রাক ও মোটরসাইকেল পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় থানায় মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৩
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ