ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
ইয়াবার মামলায় যুবকের যাবজ্জীবন  প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার ৫ হাজার ৪৩০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. শাহাদত হোসেন রবি (২৩) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (২ নভেম্বর) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

মো. শাহাদত হোসেন রবি, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার বকশী উত্তর পাড়ার মৃত শাহ আলমের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, ৭ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ইয়াবার মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মো. শাহাদত হোসেন রবিকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

রবি জামিনে গিয়ে পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৯ সালের ২৮ আগস্ট পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় লোটাস পরিবহনের বাস থেকে মো. শাহাদাত হোসেন রবিকে গ্রেফতার করে র‌্যাব-৭। এ সময় তার কাছ থেকে উদ্ধার হয় ৫ হাজার ৪৩০ পিস ইয়াবা। এ ঘটনায় তৎকালীন র‌্যাব-৭ এর সুবেদার মো. মনিরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৭ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি  রবির  বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

 বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ