ঢাকা, বুধবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধু টানেল এক সপ্তাহে টোল কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
বঙ্গবন্ধু টানেল এক সপ্তাহে টোল কোটি টাকা

চট্টগ্রাম: বঙ্গবন্ধু টানেলে গত এক সপ্তাহে গাড়ি চলাচল বাবদ টোল আদায় হয়েছে এক কোটি ২১ লাখ ৮১ হাজার ২০০ টাকা। এছাড়া ছোট বড় সব মিলিয়ে গাড়ি চলাচল করেছে প্রায় ৫৪ হাজার।

 

রোববার (৫ নভেম্বর) বাংলানিউজকে এমন তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু টানেল প্রকল্পের টোল ব্যবস্থাপক বেলায়েত হোসেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেরদিন থেকে টানেল যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

এখন পর্যন্ত গত এক সপ্তাহে এক কোটি ২০ লাখ টাকার মতো টোল আদায় হয়েছে। হরতাল অবরোধে কিছু প্র়ভাব পড়লেও শুক্রবার বন্ধের দিনে যান চলাচল বেড়ে যায়। এতে সাময়িক সময়ের জন্য টানেলে যানজটও তৈরি হয়।

বেলায়েত হোসেন আরও বলেন, গত শুক্রবার (৩ নভেম্বর) সবচেয়ে বেশি ১৪ হাজার ৭৯৮টি গাড়ি পার হয়েছে টানেল দিয়ে। এতে প্রায় সাড়ে ৩৩ লাখ টাকার টোল আদায় হয়। পরের দিন শনিবারও প্রায় সাত হাজারেরও অধিক গাড়ি পার হয়। এতে টোল আসে সাড়ে ১৫ লাখ টাকার মতো।

গত ২৮ অক্টোবর পতেঙ্গা প্রান্তে ফলক উন্মোচনের মধ্যে দিয়ে দেশের প্রথম টানেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে নিজ হাতে টোল দিয়ে টানেল পার হন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ