ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ বিএনপির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
চট্টগ্রামে আরও ১০ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ বিএনপির

চট্টগ্রাম: বিএনপি ঘোষিত চতুর্থ দফায় অবরোধের দ্বিতীয় দিনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগর এলাকা থেকে বিএনপির ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করার অভিযোগ করেছে মহানগর বিএনপি।

 

সোমবার (১৩ নভেম্বর) সকালে নগরের কোতোয়ালী, চান্দগাঁও ,পাঁচলাইশ ও বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় বিএনপির নেতাকর্মীরা সড়কে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেন।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, অবরোধের সমর্থনে রোববার সকালে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. শাহ আলমের নেতৃত্বে নগরীর মুরাদপুর ষোলশহর এলাকায় বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে।

এছাড়া মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম দুলালের নেতৃত্বে দেওয়ান হাট এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল, বহদ্দারহাট আরকান সড়কে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপুর নেতৃত্বে চাঁন্দগাও থানা যুবদলের বিক্ষোভ মিছিল, কালামিয়া বাজার ও বাহাত্তর পুল এলাকায় এম আই চৌধুরী মামুনের নেতৃত্বে বাকলিয়া থানা বিএনপির মিছিল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে  নগরীর লালদীঘির পাড়, সিনেমা প্যালেস মোড় এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল,পাহাড়তলী ডিটি রোডে মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে পাহাড়তলী থানা যুবদলে মিছিল, অক্সিজেন কুয়াইশ সড়কে বায়েজিদ বোস্তামী থানা যুবদলের মিছিল, আরাকান সড়কে চান্দগাঁও থানার যুবদলের মিছিল, চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান আলফাজের নেতৃত্বে সিএন্ডবি এলাকায় চান্দগাঁও থানা ছাত্রদলের বিক্ষোভ মিছিল, পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের মিছিল, বিসিক শিল্প এলাকায় চাঁন্দগাও ওয়ার্ড যুবদলের মিছিল, বন্দর টিলায় ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের মিছিল, কামরুল হাসান আকাশের নেতৃত্বে খুলশী থানার ইউএসটি, ফয়েজ লেক, খুলশী রোডে মিছিল এবং রোববার সন্ধ্যায় দুই নম্বর গেইট মোড়,পলিটেকনিক ও শের শাহ এলাকায় মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলামের নেতৃত্বে মশাল মিছিল করে নেতাকর্মীরা। তাছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি ও সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিছিল ও সড়ক অবরোধ করে।  

গ্রেফতার ১০ নেতাকর্মীরা হলেন, বায়েজিদ বোস্তামী থানা বিএনপির পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুর রহিম, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ইকবাল চৌধুরী, বায়েজিদ বোস্তামী থানার আবদুর রহিম, চট্টগ্রাম মহানগর বেগম খালেদা জিয়া মুক্তি মঞ্চের সদস্য সচিব মোহাম্মদ আলমগীর, ফিরিঙ্গী বাজার ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ আতিকুর রহমান, এনায়েত বাজার ওয়ার্ড যুবদল নেতা মো.ফারুক, দেলোয়ার হোসেন, মো. সোহাগ, পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদল নেতা মো. ইউনুস ও পতেঙ্গা থানা বিএনপির নেতা রেজাউল করিম।

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের সমন্বয়ক মো. ইদ্রিস আলী জানান, শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করা হচ্ছে। অবরোধের সমর্থনে সোমবার নগরের বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করা হয়েছে। অবরোধকে কেন্দ্র করে রোববার রাতে ও সোমবারে অভিযান চালিয়ে আমাদের ১০ জন নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ