ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও বিনোদনের মাধ্যম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও বিনোদনের মাধ্যম 

চট্টগ্রাম: দাবার ঘুটি চালের মাধ্যমে উদ্বোধন হলো মাসব্যাপী চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার এবারের আয়োজন। সাইফ পাওয়ার টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন এবং প্রেস ক্লাব সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন।

 

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে চট্টগ্রাম প্রেস ক্লাব-সাইফ পাওয়ারটেক বার্ষিক ক্রীড়ার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক ক্রীড়াসহ নানা কর্মকাণ্ডে সাইফ পাওয়ারটেক পাশে রয়েছে। আগামীতেও চট্টগ্রাম প্রেস ক্লাবের গঠনমূলক প্রতিটি কাজে সাইফ পাওয়ারটেক পাশে থাকবে।

খেলাধুলা হচ্ছে নির্মল আনন্দ ও বিনোদনের মাধ্যম। তাই দেশের ক্রীড়ার উন্নয়নে কাজ করার চেষ্টা করছি।  

তিনি বলেন, বর্তমান প্রজন্মের সন্তানরা একটা ঘরের অভ্যন্তরে নানা ইলেকট্রনিক ডিভাইসে আসক্ত থাকে। এদেরকে ঘর থেকে বের করে আনতে হবে। ক্রীড়াঙ্গণের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। এতে করে সমাজে কিশোর অপরাধও হ্রাস পাবে।  

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা বলেন, সাইফ পাওয়ার টেক লিমিটেডের কাজের ব্যপ্তি দেশজুড়ে। ব্যবসার পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গণে তাদের রয়েছে বিশেষ ভূমিকা। চট্টগ্রাম প্রেস ক্লাবের নানা কর্মকাণ্ডে ভূমিকা রাখছে দীর্ঘদিন ধরে। এ ধারা আগামীতেও অব্যাহত রাখার ঘোষণা দেওয়ায় তরফদার মো. রুহুল আমিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক বলেন, খেলাধুলার সাথে সববয়সী মানুষের মানসিক বিকাশ নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। জাতি গঠনেও খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তাই প্রতিবছর চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে সদস্য, পরিবার এবং সন্তানদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।  

চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি কাজী আবুল মনসুর, সাবেক সহ-সভাপতি আসিফ সিরাজ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সহ সভাপতি রুবেল খান। এর আগে প্রধান অতিথিকে প্রেস ক্লাবরে পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু।  

এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক কুতুব উদ্দিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক আল রাহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মো. আইয়ুব আলী, ক্রীড়া পরিচালনা উপ-কমিটির সদস্য আবু জাফর মো. হায়দার, জাকির হোসেন লুলু, সুলতান মাহমুদ সেলিম এবং শাহ নেওয়াজ রিটন, সিইউজের অর্থ সম্পাদক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য জামালুদ্দীন ইউছুফ, পংকজ কুমার দস্তিদার, একেএম কামরুল ইসলাম চৌধুরী, মো. শহীদুল ইসলাম, সাইফুদ্দিন মো. খালেদ, সুভাষ কারণ, মো. ইসকান্দর আলী চৌধুরী, দেব প্রসাদ দাস দেবু, নুরউদ্দিন আহমেদ, বশির আহমদ, বিপুল বড়ুয়া, মো. সাইদুল আজাদ, মুহাম্মদ আবুল হাসনাত, কামাল উদ্দিন খোকন, মুস্তফা নঈম, শাহ আজম, এস এম ইফতেখারুল ইসলাম, আবুল কালাম বেলাল, অমিত বড়ুয়া, মান্নান মেহেদী, আমিনুল ইসলাম মুন্না’সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

মাসব্যাপী এ প্রতিযোগিতায় ৫০টিরও অধিক ইভেন্টে ক্লাবের সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ