ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে হরতালে বিএনপির মিছিল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
চট্টগ্রামে হরতালে বিএনপির মিছিল 

চট্টগ্রাম: বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতালের ২য় দিন সোমবার (২০ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। হরতালকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় মহানগর বিএনপির আরও ১০ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

 

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম ও সদরঘাট থানা বিএনপির সভাপতি হাজী মো. সালাউদ্দিনের নেতৃত্বে মাঝির ঘাট এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিল বের করে। তাছাড়া চট্টগ্রাম আদালত এলাকায় সাবেক পিপি অ্যাডভোকেট আবদুস সাত্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী, সাবেক সভাপতি  অ্যাডভোকেট  এনামুল হক ও  অ্যাডভোকেট ইফতেখার হোসেন চৌধুরী মহসিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন লিপু, চাঁন্দগাও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন ও সাইদুল ইসলামের নেতৃত্বে রাহাত্তার পুল এক কিলোমিটার এলাকায় চান্দগাঁও থানা যুবদলের মিছিল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ ও চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও এ্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহর নেতৃত্বে দুপুরে চকবাজার অলি খা মসজিদের সামনে থেকে মেডিক্যাল ও প্রবর্তক মোড় এলাকায় বিক্ষোভ মিছিল, মহানগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনির নেতৃত্বে জামাল খান মোড়, অসকার দিঘির পাড় ও কাজীর দেউড়ি এলাকায় মহানগর মহিলা দলের মিছিল, টাইগার পাস আমবাগান এলাকায় মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন ও পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজুর নেতৃত্বে পাহাড়তলী, খুলশী ও আকবর শাহ থানা যুবদলের মিছিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেল, সৌরভ প্রিয় পাল, জাফরুল হাসান রানা, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এন মো. রিমন, সদস্য সচিব আব্দুল্লাহ আল সোনা মানিক ও নগর যুবদল নেতা দেলোয়ার হোসেনের নেতৃত্বে চকবাজার অলি খা মসজিদ ও মেডিকেলের পূর্ব গেইট এলাকায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে লালখান বাজার ও কাজীর দেউড়ি সড়কে মিছিল, খুলশি থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহ আলমের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।

 

এছাড়া হরতালের সমর্থনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলালের নির্দেশনায় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি শান্তিপূর্ণ মশাল মিছিল বের করে, তাছাড়া রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে রাউজান উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল, আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসান চৌধুরী চেয়ারম্যানের তত্বাবধানে আনোয়ারা উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক  দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে আনোয়ারা পিএবি সড়কে বিক্ষোভ মিছিল, বোয়ালখালী উপজেলা যুবদলের সদস্য সচিব মহসিন খোকন, পৌরসভা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম চৌধুরী মানিকের নেতৃত্বে আরাকান সড়কের নতুন রাস্তার মাথায় মিছিল, পটিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু ও সদস্য সচিব মো. জাহেদের নেতৃত্বে কামাল বাজার এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে রোববার (১৯ নভেম্বর) থেকে সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত পুলিশ মহানগর বিএনপির ১০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এরমধ্যে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও যুবদল নেতা মাঈনুদ্দিন আহমেদ মানিক, পাহাড়তলী থানা যুবদলের আহ্বায়ক কুতুব উদ্দিন কুতুব, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু সালেহ আবিদ, আলকরণ ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক রুবেল, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনির হোসেন, আকবর শাহ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. বেলাল, উত্তর হালিশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মো. তারেক ও চান্দগাঁও ওয়ার্ড যুবদল নেতা ইমতিয়াজ হাসান।  

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের সমন্বয়ক মো. ইদ্রিস আলী জানান,  একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রামের মানুষ ‘শান্তিপূর্ণভাবে’ হরতাল পালন করা হচ্ছে। সোমবারও হরতালের সমর্থনে নগরে ও জেলার বিভিন্ন স্থানে মিছিল ও পিকেটিং করা হয়েছে। মানুষও স্বতঃস্ফূর্তভাবে হরতালের সমর্থন করেছেন। বিএনপির এ কর্মসূচি সফল।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।