ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিপিডিএল’র আয়োজনে বিশেষ বিক্রয় সেবা কার্যক্রম 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
সিপিডিএল’র আয়োজনে বিশেষ বিক্রয় সেবা কার্যক্রম  ...

চট্টগ্রাম: সিপিডিএলের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘পূর্ণতা: স্বপ্ন পূরণের চূড়ান্ত সুযোগ’ নামে বিশেষ বিক্রয় সেবা কার্যক্রম।  

মঙ্গলবার (২১ নভেম্বর) থেকে নগরীর দেবপাহাড় এলাকায় সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া প্রকল্প প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

সিপিডিএল-এর বিভিন্ন জনকল্যাণমুখী এবং উন্নয়নমূলক কাজ বদলে দিয়েছে পুরো দেবপাহাড় এলাকার রূপ।

সবুজ ঐতিহ্য, নিরাপদ আর নাগরিক জীবনের সব সুবিধা সম্পন্ন এই দেবপাহাড় এলাকায় সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া প্রকল্পে নিশ্চিত করা হয়েছে সর্বাধুনিক নির্মাণ শৈলী আর স্বল্পতম সময়ে হস্তান্তরের নিশ্চয়তা।  

সিপিডিএল কর্মকর্তারা জানান, বৈশ্বিক নানা প্রতিকূলতার কারণে সবকিছুর দাম ঊর্ধ্বমুখী। এর প্রভাবে আবাসন খাতেও মূল্যবৃদ্ধি ঘটছে। এ প্রেক্ষাপটে, সিপিডিএল-এর আকর্ষণীয় অফারে সাজানো এই আয়োজনে গ্রাহকের সুবিধার্থে আরো থাকছে প্রকল্পের বর্তমান অবস্থা পরিদর্শন করে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।