ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩
ফটিকছড়িতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রাম: ফটিকছড়িতে চাল্লিশা ফাতিহার প্রোগ্রামে গিয়ে পুকুরে ডুবে তাবাসসুম (৯) ও ওয়াজিহা (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।  

শনিবার (২৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বক্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হিরা গাজী বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর মধ্যে তাবাসসুম ওই এলাকার মৃত আজম খানের মেয়ে এবং তার বান্ধবী ওয়াজিহা জাহানপুর আব্দুর রশিদ সওদাগর বাড়ির মো. নাছিরের মেয়ে।  

বক্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোবারক আলী বাংলানিউজকে বলেন, তাবাসসুমের পিতা চল্লিশ দিন আগে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান।

আজ চাল্লিশা ফাতিহার আয়োজন ছিল বাড়িতে। পরিবারের আত্মীয়-স্বজনরা এসেছিলেন সেখানে। দুপুরে বাড়ির লোকজন তাবাসসুম ও ওয়াজিহাকে দেখতে না পেয়ে চারদিকে খুঁজতে থাকে। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদের দুজনকে ভাসতে দেখে স্বজনরা। সেখান উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মরদেহ বাড়িতে নিয়ে আনা হয়েছে। দাফনের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৩ 
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ