ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ.লীগ নেতা মুজিবুর রহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
বাঁশখালী থেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আ.লীগ নেতা মুজিবুর রহমান মুজিবুর রহমান সিআইপি

চট্টগ্রাম: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে স্বতন্ত্র পদে প্রার্থী হচ্ছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুজিবুর রহমান সিআইপি।  

রোববার (২৬ নভেম্বর) রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন মুজিবুর রহমান সিআইপি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমি বাঁশখালীর মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছি। আমাদের ৩০টি শিল্প প্রতিষ্ঠানের অধীনে বাঁশখালীর লাখ লাখ মানুষের কর্মসংস্থান করেছি।

পুরো বাঁশখালীর মসজিদ, মন্দির ও  বিভিন্ন এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি।  আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। মানুষের জন্য কাজ করতে চাই। এলাকার মানুষজন আমাকে এমপি হিসেবে দেখতে চায়। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নাই বলেছেন, তাই আমি নির্বাচনে অংশ নিবো। নির্বাচিত হলে অবহেলিত বাঁশখালীতে পরিকল্পিতভাবে উন্নয়ন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ