ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালী ও সাতকানিয়ায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
বোয়ালখালী ও সাতকানিয়ায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা

চট্টগ্রাম: বিএনপির ডাকা হরতালে বোয়ালখালী ও সাতকানিয়ায় গাছ কেটে সড়ক অবরোধের চেষ্টা করেছে সমর্থকরা।  

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) ভোরে সাতকানিয়ার পাঠানীপুল থেকে জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বেশ কয়েকটি গাছ কেটে রাস্তায় ফেলার চেষ্টা হয়।

অপরদিকে সকাল সাড়ে ৭টার দিকে হরতালের সমর্থনে বোয়ালখালীর অলি বেকারি এলাকায় সড়কের ওপর গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল। এ সময় সেখানে মিছিল করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুল ইসলাম ডালিম, যুগ্ম আহ্বায়ক নুর হোসেন, এস এ রাসেল, ইমরান বাবলু, জাবেদ খান প্রমুখ।

তবে বোয়ালখালী থানার ওসি আছহাব উদ্দিন এসব বিষয়ে অবগত নন বলে জানান।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, গাছ কেটে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছিল কয়েকজন যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। শ্রমিকদের সহায়তায় গাছের গুঁড়ি সরিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।