ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে গভীর রাতে পুড়লো ১২ অটোরিকশা-টমটম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
বাঁশখালীতে গভীর রাতে পুড়লো ১২ অটোরিকশা-টমটম ...

চট্টগ্রাম: বাঁশখালীতে ৫ দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  এতে দোকানে থাকা মালামাল ও গ্যারেজে থাকা ১২টি অটোরিকশা-টমটম পুড়ে গেছে।

মঙলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের জালিয়াখালী নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লক্ষাধিক টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।

বাঁশখালী ফায়ার সার্ভিসের লিডার নুরুল বাশার বাংলানিউজকে বলেন, আমাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।