ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শর্ট সার্কিট থেকে কারখানায় আগুন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
শর্ট সার্কিট থেকে কারখানায় আগুন  ...

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক এলাকায় কাদের বেডিং নামে একটি ঝুট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

শনিবার (৯ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে বাংলানিউজকে জানিয়েছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.কফিল উদ্দীন।  

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়।

সংবাদ পেয়ে সকাল পৌনে নয়টার দিকে কালুরঘাট, বায়েজিদ ও  চন্দনপুরা স্টেশনের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
এমআই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।