ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাস থেকে ২ কোটি টাকার মাদক উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
বাস থেকে ২ কোটি টাকার মাদক উদ্ধার

চট্টগ্রাম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী শ্যামলী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি ইয়াবা তৈরির উপাদান (অ্যামফিটামিন) মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

রোববার (১০ ডিসেম্বর) সকালে ভাটিয়ারী বাজার এলাকা থেকে কুষ্টিয়া থেকে আসা একটি বাস থেকে এই অ্যামফিটামিন উদ্ধার করা হয়।

যার বাজারমূল্য ২ কোটি টাকা বলে জানা গেছে।  

বিজিবি চট্টগ্রাম আট ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বাংলানিউজকে বলেন, কুষ্ঠিয়া জেলা থেকে শ্যামলী পরিবহনের একটি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে মাদক নিয়ে আসার গোপন সংবাদের সূত্র ধরে ভাটিয়ারী এলাকায় যাত্রীবাহী বাসটি থামানো হয়।

পরে বাসে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ২ কেজি অ্যামফিটামিন উদ্ধার করা হয়। জব্দ অ্যামফিটামিন মালিককে পাওয়া যায়নি।  

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।