ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

স্মার্ট বাংলাদেশ ও দক্ষ জনশক্তি বিনির্মাণে নৌকায় ভোট দিন: যুবলীগ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
স্মার্ট বাংলাদেশ ও দক্ষ জনশক্তি বিনির্মাণে নৌকায় ভোট দিন: যুবলীগ  ...

চট্টগ্রাম: আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমর্থনে নগর যুবলীগ এনায়েত বাজার ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছে।  

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম ০৯-(কোতেয়োলী-চকবাজার-বাকলিয়া) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী নওফেলের পক্ষে জুবিলি রোড থেকে বাটালি রোড, গোয়ালপাড়া, চৈতন্য গলি হয়ে গোয়ালপাড়ার মুখে এসে গণসংযোগ শেষ হয়।

এ সময় বিভিন্ন মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়।  

পথসভায় বক্তব্য দেন নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, কেন্দ্রীয় যুবলীগের উপ ক্রীড়া সম্পাদক আব্দুর রহমান, নগর যুবলীগের সহ সভাপতি সুরঞ্জিত বড়ুয়া লাভু ,শিবু প্রসাদ চৌধুরী, রনজিৎ দে, এমএ আওয়াল, গিয়াস উদ্দীন, শাহাজাহান সামি প্রমুখ৷ 

মাহবুবুল হক সুমন বলেন. উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই।

দক্ষ জনশক্তি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজ কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তা আমরা ৭ জানুয়ারি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে প্রমাণ করবো। একটি বিশেষ প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নির্বাচন বানচালের অপতৎপরতা চালাচ্ছে ৷  যুবসমাজ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠিন হাতে দমন করবে।  

তিনি চট্টলবীরের সুযোগ্য সন্তান ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান।  

নগর যুবলীগের সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার বলেন, জননেত্রী শেখ হাসিনা এ আসনে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেলকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন ৷ তাই আমরা একতাবদ্ধ হয়ে নৌকা প্রতীকের সমর্থনে সাধারণ জনগণের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরছি, নৌকার পক্ষে রায় আনতে হবে এবং ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি বৃদ্ধির মাধ্যমে বহির্বিশ্বের কাছে প্রমাণ করব জননেত্রী শেখ হাসিনা এক অনন্য মডেল ৷ তাই বাংলাদেশের জনগণ নৌকা প্রতীকের পক্ষে রায় দেবে এবং দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে যুব সমাজ এগিয়ে আসবে ৷

গণসংযোগকালে উপস্থিত ছিলেন দেলোয়ার জাহান দেলু, রতন ঘোষ, মো. মোরশেদ, মো. জাহেদ, মো. আবু তাহের রানা, কাজল দে, তৌহিদুল ইসলাম মিথুন, মো. ফিরোজ, রকি ঘোষ, মো. ইকবাল, লিটন দাশ, মো. মকবুল, আব্দুর শুক্কুর, মো. খলিল, মো. রুবেল, শুভ দত্ত, মো. রাকিব চৌধুরী, রতন চৌধুরী, ইসমাইল সাকিব, গোবিন্দ দত্ত, শুভ দাশ, পিয়াল দে , রিজভী আহমেদ প্রমুখ৷

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।