ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাতকানিয়ায় মিলল হাত-পা বাঁধা মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪
সাতকানিয়ায় মিলল হাত-পা বাঁধা মরদেহ ...

চট্টগ্রাম: সাতকানিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পেয়েছে পুলিশ।  

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বণিকপাড়া এলাকার বাঁশঝাড়ে পড়ে থাকা মরদেহটি পুলিশ নিয়ে যায়।

স্থানীয়রা জানান, নিহত দিনমজুর শাহাব উদ্দিন (৩৫) উপজেলার মাদার্শা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাঝের দোকান এলাকার হাজী নুর আহমদের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।