ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিলে পড়েছিল নারীর গলাকাটা মরদেহ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০২৪
বিলে পড়েছিল নারীর গলাকাটা মরদেহ  ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানার কোদাল কাটা এলাকায় বিস্তীর্ণ বিলের মাঝখান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে সোয়া ৩টার দিকে চান্দগাঁও থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলানিউজকে বলেন, মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে কোদাল কাটার বিস্তীর্ণ বিলের মাঝখান থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর গলাকাটা অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০-১৫ দিন আগে অজ্ঞাত পরিচয়ের আসামিরা তাকে হত্যা করে মাটিচাপা দিয়ে রেখেছিল।

 

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, এপ্রিল০২, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।