ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বন্দরে শ্রমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের নতুন ভবনের ভিত্তি স্থাপন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
বন্দরে শ্রমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের নতুন ভবনের ভিত্তি স্থাপন

চট্টগ্রাম: বন্দরের বার্থ, শিপ ও টার্মিনাল অপারেটরের নিবন্ধিত শ্রমিক-কর্মচারীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে বন্দরের ২-৩ নম্বর গেইটের মাঝামাঝি স্থানে আধুনিক শ্রমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।  

তিন হাজার বর্গফুট জায়গার ওপর দোতলা স্বাস্থ্যসেবা কেন্দ্রটিতে ফার্মেসি, এক্স-রে রুম, ইসিজি রুম, ডক্টরস্ রুম, অবজারভেশন রুম, ড্রেসিং রুম, নার্স স্টেশন, স্টোর রুমসহ থাকবে আধুনিক সুযোগ-সুবিধা।

 

বুধবার (৩ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।  

এ ছাড়াও বন্দরে কর্মরত শ্রমিকদের দাবির প্রেক্ষিতে তৈরি করা হচ্ছে চট্টগ্রাম বন্দর শ্রমিক কবরস্থান।

দক্ষিণ হালিশহর নিউমুরিং এলাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিসিটি ইয়ার্ডের সামনে গোলাম হোসেন মালুম সড়ক সংলগ্ন ফ্লাইওভারের নিচে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ৬ দশমিক ২০ শতক খালি জায়গা বন্দর শ্রমিক কবরস্থান হিসেবে ব্যবহার করার জন্য নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।