ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই করতো তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই করতো তারা ...

চট্টগ্রাম: নগরের ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামী থানা পুলিশ।  

বুধবার (১০ এপ্রিল) রাতে নগরের বহদ্দারহাট থেকে একজন ও বালুচড়া এলাকা থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হল- ফারুক হোসেন প্রকাশ মো. নাহিদ (২০) ও মো. ফজলুল প্রকাশ ফজলুল ড্রাইভার  (২৭)।

তাদের বাড়ি নোয়াখালী জেলায়।  

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সিনহা বলেন, সাইফুল ইসলাম নামে একজনের ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই হয় গত বছরের ২০ নভেম্বর। এ ঘটনায় থানায় একটি মামলা হয়। এ মামলার তদন্ত করতে  সন্ধান মেলে এ ছিনতাইকারী চক্রের।

তিনি আরও বলেন, ছিনাতাইকারী চক্রের একজন যাত্রী সেজে রিকশায় উঠে। অন্যদিকে মাইক্রোবাস নিয়ে রাস্তায় ডিবি পুলিশ সেজে আগে থেকে ওঁৎ পেতে থাকে চক্রের বাকি সদস্যরা। পথেই অটোরিকশা আটকে যাত্রীবেশে থাকা সদস্যকে মাইক্রোবাসে তুলে নেয়। সাক্ষী হিসেবে চালককেও গাড়িতে তুলে নেওয়া হয়। এরপর অন্য এক সদস্যকে অটোরিকশা চালিয়ে নিয়ে যেতে বলা হয়। পরে ওই চালককে বিভিন্ন সড়কে ঘুরিয়ে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে নির্জন রাস্তায় নামিয়ে দিয়ে চক্রটি দ্রুত সটকে পড়ে।

এ ছিনতাইকারী চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।