ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালী ও মীরসরাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
বাঁশখালী ও মীরসরাইয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ...

চট্টগ্রাম: বাঁশখালীতে পুকুরে ডুবে মো. আইয়ুব মিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (১৪ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার শেখেরখীল ইউনিয়নের সরকার বাজার ২ নম্বর ওয়ার্ডের পেঠান মিয়াজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আইয়ুব মিয়া পেঠান মিয়াজী পাড়া এলাকার মো. ইউসুফের পুত্র।  

জানা যায়, সকালে শিশু আইয়ুব বাড়ির পাশে পুকুরে সবার অগোচরে পড়ে যায়।

পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এদিকে মীরসরাইয়ে পুকুরে ডুবে দীপু দাশ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ১৩ নম্বর মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী দিঘিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দীপু দাশ ওই এলাকার মনা পিয়ন বাড়ির প্রবাসী রূপম দাশের মেয়ে ও পশ্চিম মায়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী।

জানা যায়, দুপুর দেড়টার দিকে দীপু পুকুরে গোসল করতে যায়। এ সময় পা ছিটকে পড়ে গেলে সে আর উঠতে পারেনি। স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা ব্যর্থ হলে চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ডুবুরি দল এসে বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

মায়ানী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহিদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।