ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক সিদ্দিক আহমেদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী পালন 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
সাংবাদিক সিদ্দিক আহমেদ এর সপ্তম মৃত্যুবার্ষিকী পালন  ...

চট্টগ্রাম: প্রাবন্ধিক ও সাংবাদিক-সাহিত্যিক সিদ্দিক আহমেদ মাস্টারের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাউজানের গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে শুক্রবার (১২ এপ্রিল) বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে ছিল-  মিলাদ মাহফিল, কবরে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা।

 

গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলমগীর হায়দার এর  সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক কামাল উদ্দীন এর পরিচালনায় সভায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক শামিম আজাদ, কামরুল ইসলাম বাবু, জিয়াউর রহমান, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, শিক্ষক রতন কান্তি শীল, জাবেদ হোসেন, ইমরান হোসেন, রানা সোহেল, মাওলানা আলী আজম, মিঠুন কর, মোহাম্মদ সুমন, বিপ্লব নন্দী, রক্সি মহাজন, সুজয় বড়ুয়া প্রমুখ।  

সভায় বক্তারা বলেন, মরহুম সিদ্দিক আহমেদ ছিলেন অন্ধকারে আশার আলো।

তিনি ছিলেন বাতিঘর। তাঁর মতো মানুষের সংখ্যা কমে আসছে বলেই সমাজে আজ শান্তি নেই। সুন্দর সমাজ প্রতিষ্ঠায় সিদ্দিক আহমেদের মতো মানুষের অভাব বেশি অনুভব করছে মানুষ।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।