ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিরিঙ্গি বাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৮৭ কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
ফিরিঙ্গি বাজারের আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে ৮৭ কক্ষ

চট্টগ্রাম: ফিরিঙ্গি বাজারের টেক পাড়ায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

এতে প্রায় ৮৭টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।  

সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এর আগে দুপুর দেড়টার দিকে ওই এলাকায়  আগুন লাগার ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার কফিল উদ্দিন বাংলানিউজকে বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ৯টি ইউনিটের অভিযানে ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা আসে। আগুন আর বাড়ার সম্ভাবনা নেই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বলা যাবে। তবে, প্রাথমিকভাবে আমরা প্রায় ৮৭টি কক্ষ পড়ে   যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।

ফিরিঙ্গি বাজারের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, বিষয়টি নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনকে জানিয়েছি। তিনি জেলা প্রশাসককে জানিয়েছেন। জেলা প্রশাসক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।