ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রকৃতির ওপর সংকট, আগ্রাসন আসলে চাই প্রতিরোধ: ড. অনুপম সেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
প্রকৃতির ওপর সংকট, আগ্রাসন আসলে চাই প্রতিরোধ: ড. অনুপম সেন ...

চট্টগ্রাম: খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, সিআরবি প্রাকৃতিক সম্পদ। এটা শুধু চট্টগ্রামবাসীর নয়, সারা দেশের সম্পদ।

পৃথিবীর বেশি কোনো শহর নেই যে শহরে পাহাড়, নদী, হ্রদ, সমুদ্র আছে, চট্টগ্রামে আছে। ভবিষ্যতেও প্রকৃতির ওপর এ ধরনের সংকট, আগ্রাসন সামনে আসলে প্রতিরোধ করতে হবে।
আগামী প্রজন্মকে তার জন্য প্রস্তুত থাকতে হবে।  

রোববার (১৪ এপ্রিল) নগরের সিআরবি শিরীষতলায় নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের ১৬তম বর্ষবরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।  

সিআরবি রক্ষা আন্দোলনে অনন্য ভূমিকার জন্য চট্টগ্রাম নাগরিক সমাজের আহ্বায়ক খ্যাতিমান সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেছেন, সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান

আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেককে বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে।  

নববর্ষ উদযাপন পরিষদ চট্টগ্রামের সহসভাপতি কবি কামরুল হাসান বাদলের সঞ্চালনায় সম্মাননা স্মারক তুলে দেন পরিষদের সহ সভাপতি ডা. চন্দন দাশ, মো. সাহাবউদ্দন ও সাধারণ সম্পাদক ফারুক তাহের।  

দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করে সংগীত ভবন, সুর সাধনা সংগীতালয়, সুরাঙ্গন সংগীতালয়, সৃজামি, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, কুসুম ললিতকলা একাডেমি, বাংলাদেশ রেলওয়ে, ছন্দানন্দ সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, অদিতি সংগীত একাডেমি, সুন্দরম শিল্পী গোষ্ঠী, উদীচী চট্টগ্রাম, আওয়ামী শিল্পী গোষ্ঠী, রাগেশ্রী, শিল্পাঙ্কন সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, সুরধ্বনি সাংস্কৃতিক অঙ্গন, আরকে মিউজিক একাডেমি, আবৃত্তি করে বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, প্রমা আবৃত্তি পরিষদ, শব্দনোঙর, তারুণ্যের উচ্ছ্বাস, নির্মাণ আবৃত্তি অঙ্গন, নৃত্য পরিবেশন করে নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি, সুরাঙ্গন বিদ্যাপীট, গুরুকুল, ওরিয়েন্টাল ডান্স সেন্টার, নৃত্যনিকেতন, ঘুঙুর নৃত্যকলা একাডেমি, নিক্বণ একাডেমি, নৃত্যরূপ একাডেমি, চারুতা নৃত্য একাডেমি, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, ওড়িশি অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্ট সেন্টার।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।