ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নৌ পুলিশের অভিযানে এক টন ডিজেল জব্দ, আটক ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
নৌ পুলিশের অভিযানে এক টন ডিজেল জব্দ, আটক ২ 

চট্টগ্রাম: সদরঘাট নৌ পুলিশের অভিযানে একটি কাঠের নৌকা ও ১ টন ৪০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।

 

শনিবার (২০ এপ্রিল) রাতে কর্ণফুলী নদীর ঘাটের কিনারা থেকে এসআই সনজিব কান্তি নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ তেল বোঝাই নৌকা জব্দ করা হয়।

অভিযানে আরাফাতুল ইসলাম ও ফয়সাল আহমেদ নামে দুইজনকে আটক করা হয়।

 

সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বাংলানিউজকে বলেন, রাতে অভিযান পরিচালনা করে ডিজেল বোঝাই একটি নৌকা আটক করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৪
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।