ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সীতাকুণ্ডে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
সীতাকুণ্ডে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডে একটি ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

 

সোমবার (১৭ জুন) ভোর ৬টা ৪৫ মিনিটে ফৌজদারহাট জলিল স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।  

ফৌজদারহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পণ্ডিত বলেন, চট্টগ্রাম বন্দর থেকে তেলবাহী ওয়াগন ফৌজদারহাট স্টেশন ঘুরে আবার দোহাজারী যাওয়ার কথা ছিল।

ফৌজদারহাট স্টেশন এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। রেলের লুপ লাইনের অংশে এ ঘটনা ঘটে।

ফৌজদারহাট রেল স্টেশন মাস্টার নিতীশ চাকমা বলেন, ট্রেনটিতে একটি ইঞ্জিন ও ৩৪টি ওয়াগন ছিল। প্রতিটি ওয়াগন ফার্নেস অয়েল ভর্তি ছিল। সকাল ১০টার দিকে চট্টগ্রাম থেকে একটি ইঞ্জিন এসে ৩২টি বগি উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধারকারী ট্রেন ইঞ্জিনসহ অন্য তিনটি বগি উদ্ধার করে নিয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুন ১৭, ২০২৩ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।