ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাইকারিতে ডিম ১০ টাকা ৭০ পয়সা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
পাইকারিতে ডিম ১০ টাকা ৭০ পয়সা ...

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী বাজারের আড়তে পাইকারিতে বৃহস্পতিবার (২৭ জুন) খামারের প্রতিটি মুরগির ডিম বিক্রি হয়েছে ১০ টাকা ৭০ পয়সা, ১০ টাকা ৮০ পয়সা। সাদা ডিম বিক্রি হয়েছে আরও কমে, ১০ টাকা ৩০ পয়সা।

কয়েকদিন আগে ছিল প্রতিটি ডিম ১১ টাকা ৬০ পয়সা। এ সময় পাইকারিতে প্রতিটি ডিমে ১ টাকা পর্যন্ত লাভ করেছেন আড়তদারেরা।
 

বাংলানিউজকে এসব তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।  

তিনি জানান, সিএমপির সহায়তায় অধিদপ্তরের অভিযানে ডিটি রোডের জান্নাত পোলট্রিকে (ডিমের ডিলার) অতিরিক্ত লাভে পাইকারি বিক্রি, প্রদর্শিত মূল্য তালিকা থেকে বেশি দামে ডিম বিক্রি করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাইকারি ও খুচরা ডিম বিক্রেতা আনিকা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাজার কমিটির মাধ্যমে অন্যান্য প্রতিষ্ঠানের স্বাভাবিক মূল্য নির্ধারণের বিষয়ে উদ্বুদ্ধ ও সচেতন করা হয়।  

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাইকারি বাজারে ডিমের সরবরাহ বাড়ছে, দাম কমছে। খুচরায় শিগগির তার প্রভাব পড়বে।  

একই অভিযানে দেওয়ানহাট মোড়ের নিহা ড্রাগ হাউসে পূর্বনির্ধারিত মূল্য কেটে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে রাখায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।