ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি ক্রিমিনোলজি বিভাগের সঙ্গে পুলিশ স্টাফ কলেজের সমঝোতা স্মারক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
চবি ক্রিমিনোলজি বিভাগের সঙ্গে পুলিশ স্টাফ কলেজের সমঝোতা স্মারক ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের (চবি) ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ  পুলিশ স্টাফ কলেজ।  

রোববার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় সমঝোতা স্মারকের কপি চবি উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহেরের নিকট হস্তান্তর করেন বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজ উদ দৌল্লাহ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ডিআইজি এসএম আকতারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুলিশ স্টাফ কলেজের রেক্টর অ্যাডিশনাল আইজিপি ড. মল্লিক ফখরুল ইসলাম বিপিএম, পিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, স্টাফ কলেজের ভাইস রেক্টর ডিআইজি রেজাউল হক বক্তব্য রাখেন।

এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন এডিশনাল ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী পুলিশ সুপার সিয়াম রহমান।

অনুষ্ঠানে স্টাফ কলেজের বিভিন্ন উইং এর ডিরেক্টরগণ উপস্থিত ছিলেন। এছাড়া এডিশনাল ডিআইজি মতিউর রহমান, গোলাম রসুল, ডিআইজি সোহেল রানা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ড. মো. বিন কাশেম ও বেতবুনিয়ার কমান্ড্যান্ট ড. এমএ সোবহান উপস্থিত ছিলেন।  

এ সমঝোতার আওতায় চবি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের শিক্ষার্থীদের ফিল্ড ট্রিপ, ইন্টার্নশিপ, গবেষণা সহকারী হিসেবে কাজ করার সুযোগ বাড়বে এবং দেশি বিদেশী কনফারেন্স ও গবেষণাধর্মী কার্যক্রমে অংশগ্রহণের দ্বার উন্মোচিত হবে জানান বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।