ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: নাছির

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে: নাছির ...

চট্টগ্রাম: মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, জহুর আহমদ চৌধুরী এবং এমএ আজিজের মতো নেতারাই আমাদের রাজনৈতিক শক্তির মূল প্রেরণা। তারা যে কঠিন সময় অতিক্রম করে এই দেশকে বাঙালি জাতির মুক্তির ঠিকানায় পরিণত করেছেন সেই ঠিকানাটি যেন হারিয়ে না যায়।

আমাদের মধ্যে এমন একটি শক্তি আছে যে শক্তি কখনো পরাভব মানেনি। বঙ্গবন্ধু আমাদের বিজয়ের প্রাণ প্রদীপ।
এই প্রদীপের শিখায় উদ্ভাসিত তাঁর কন্যা শেখ হাসিনা শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ একটি অপরাজেয় ও আত্মনির্ভরশীল রাজনৈতিক ও সামাজিক শক্তি হিসেবে বিশ্ববাসীর কাছে মুক্তির আলোকবর্তিকার মডেলে পরিণত হয়েছে। শেখ হাসিনা বাঙালির অগ্রযাত্রায় বিশ্ববাসীর সমর্থন ও আস্থা অর্জনে সফলতার ফলক ছুঁয়েছেন।  

সোমবার (১ জুলাই) বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মরহুমের কবরপ্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মহানগর আওয়ামী লীগ কঠিন সময় অতিক্রম করে জনগণের স্বার্থ ও কল্যাণে নিবেদিত হয়ে জাতির সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতির অগ্রযাত্রাকে চলমান রেখেছে। তাই এই অগ্রযাত্রায় সাংগঠনিক ভিত্তিকে আরো মজবুত করার জন্য দলের অভ্যন্তরীণ ঐক্য, শৃঙ্খলা এবং শিষ্টাচারের সংস্কৃতিকে নিজেদের মধ্যেই জাগ্রত করতে হবে।  

মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, পিতার রাজনৈতিক আদর্শ চিন্তা-চেতনাকে ধারণ করেই আমাদেরকে প্রগতি ও জনকল্যাণমুখী রাজনীতিতে আমরা নিবেদিত হলেই এই দেশকে সোনার বাংলায় পরিণত করা যাবে। এই লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে মুক্তির লড়াই চালিয়ে যাচ্ছেন এই লড়াইয়ে আমাদেরকে জিততে হবে। এই লড়াইয়ে বিজয়ের মাধ্যমেই এই বাংলাদেশ বিশ্ব সভায় শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।

মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, শফর আলী প্রমুখ।

এর আগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল শেষে দামপাড়াস্থ মরহুমের কবরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুলাই ১, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।