ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফোনে দাম নির্ধারণ, ডিম কেনার রশিদে নেই দাম  

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
ফোনে দাম নির্ধারণ, ডিম কেনার রশিদে নেই দাম  

চট্টগ্রাম: মোবাইল ফোনের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করে অসামঞ্জস্যপূর্ণ মূল্যবৃদ্ধিতে জড়িত থাকায় দুইটি আড়তকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (৩ জুলাই) পাহাড়তলী রেলওয়ে বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান ও  রানা দেবনাথ।

 

অধিদপ্তর সূত্রে জানা গেছে, আল আমিন স্টোরকে ২০ হাজার টাকা এবং রহমানিয়া দরবার শরিফ ডিমের আড়তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাদের ডিম কেনার রশিদে দাম উল্লেখ নেই।

পাশাপাশি মোবাইল ফোনের মাধ্যমে ডিমের দাম নির্ধারণ করে অসামঞ্জস্যপূর্ণ মূল্য বৃদ্ধিতে জড়িত।  

রহমানিয়া দরবার শরিফ ডিমের আড়তে ছিল না মূল্য তালিকাও।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।