ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইউএসটিসিতে ‘মুভমেন্ট ফর নলেজ’ শীর্ষক সেমিনার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, জুলাই ৪, ২০২৪
ইউএসটিসিতে ‘মুভমেন্ট ফর নলেজ’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম:  ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চিটাগং (ইউএসটিসি)-এ ‘মুভমেন্ট ফর নলেজ ড্রাইভেন ক্রিয়েটিভ লাইফ অ্যান্ড ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যানিটি ইউথ এ মিশন ফর এন ইনক্লুসিভ ডাইভারসিটি লভিং হিউম্যান সোসাইটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান,  বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিলীপ কুমার বড়ুয়া।  

সেমিনার কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ও কলা অনুষদের ডীন ড. গুরুপদ চক্রবর্ত্তীর  সভাপতিত্ত্বে সেমিনারে স্পীকার ছিলেন ইন্টারন্যাশাল সোসাইটি ফর কৃঞ্চ কনসাসনেস (ইসকন) বাংলাদেশ এর জেনারেল সেক্রেটারী চারু চন্দ্র দাশ ব্রক্ষচারী, ইসকন বাংলাদেশের জাতীয় কাউন্সিলের সদস্য পন্ডিত গদাধর দাশ।

 

সেমিনারে প্রবন্ধ  উপস্থাপন করেন চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক (মাইক্রোবায়োলজী) ড. অভিজিৎ দত্ত।

এসময় বক্তরা বলেন, জীবনকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলার জন্য অধ্যাত্ম জ্ঞান অত্যন্ত আবশ্যকীয়, কারণ আধ্যাত্ম জ্ঞানহীন মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট। আমাদের প্রথাগত জ্ঞান আহরণের পাশাপাশি এ জ্ঞান অর্জন করতে হবে এবং জাগতিক জ্ঞানের সাথে আধ্যাত্মিক জ্ঞানের সমন্বয়ের মাধ্যমে জীবনকে গড়ে তুলে মানবকল্যাণে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। ধর্মীয় ভেদাভেদ, সংঘাত পরিহার করে মানবকল্যাণে ব্রত হলে তবেই জীবনের পরিপূর্ণতার স্বাদ পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।