ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪
সড়ক দুর্ঘটনায় শিক্ষকের মৃত্যু ...

চট্টগ্রাম: সিএনজি অটোরিকশাযোগে স্ত্রীকে নিয়ে ফটিকছড়িতে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের কাটিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী মো. জাফর ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামের নতুন পাড়া এলাকার বাহারুল আলমের ছেলে। তিনি পশ্চিম হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, শহরে স্ত্রীকে ডাক্তার দেখিয়ে ফটিকছড়িতে ফেরার সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে তাদের বহনকারী অটোরিকশা পিছন থেকে ধাক্কা দেয়। এসময় মো. জাফর ঘটনাস্থলে মারা যান, আহত হন তার স্ত্রী।

নাজিরহাট হাইওয়ের থানার সেকেন্ড অফিসার মো. আনিসুর রহমান বলেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয় অটোরিকশা। এতে একজনের মৃত্যু হয়। ট্রাক ও  অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ১১, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।