ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রবীন্দ্র মেলা ডিসেম্বরে 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
রবীন্দ্র মেলা ডিসেম্বরে 

চট্টগ্রাম: জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ চট্টগ্রাম শাখার এক সভা শুক্রবার (১২ জুলাই) বিকেলে চেরাগী পাহাড়ের কেয়া ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম।

 

সভায় আগামী ডিসেম্বরে চট্টগ্রামে দুদিনব্যাপী রবীন্দ্র মেলা আয়োজনের বিষয়ে আলোচনা হয়। সারা দেশের শিল্পীদের নিয়ে এই রবীন্দ্র মেলা আয়োজনের সিদ্ধান্ত হয়।

 

সভায় সূচনা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রেয়সী রায়। আলোচনায় অংশ নেন উপদেষ্টা অধ্যাপক ডা. রজত বিশ্বাস, প্রদ্যেৎ মজুমদার, সম্পাদক মণ্ডলীর সদস্য তৃপ্তি দাশ, অনির্বাণ ভট্টাচার্য, প্রণব বল, অনুরিনা চৌধুরী ও তন্বী দত্ত, সদস্য রবিন সিংহ, মিন্টু চৌধুরী  শ্রাবণী দেব বর্মন প্রমুখ।  

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।