ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
চট্টগ্রামে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ (চবি) বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের সঙ্গে  ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা আড়াইটা থেকে চট্টগ্রামের মুরাদপুর ও ষোলশহর এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হতে থাকে।

এর আগে ষোলশহর এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় কোটা আন্দোলনকারীরা পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি ষোলশহর এলাকায় করতে পারেনি। পরে শিক্ষার্থীরা মুরাদপুর এলাকায় অবস্থান নিলে দফায় দফায় ছাত্রলীগের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় বেশ কয়েকজনকে দেশীয় ও আগ্নেয়াস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়।

প্রতিবেদনটি লেখা পর্যন্ত কোটা আন্দোলনকারীরা মুরাদপুর এলাকায় এবং ছাত্রলীগের অনুসারীরা দুই নম্বর গেইট এলাকায় অবস্থান করছে। থেমে থেমে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও  ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।