ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি বন্ধ হবে কি-না, জানা যাবে জরুরি সিন্ডিকেট সভার পর

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
চবি বন্ধ হবে কি-না, জানা যাবে জরুরি সিন্ডিকেট সভার পর ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চলমান পরিস্থিতিতে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসি এ নির্দেশনা দেয়।

 

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় দেশের সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সকল কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার অনুরোধ জানানো হলো।  

তবে দেশের চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় নিজেরাই সিদ্ধান্ত নিবে ক্যাম্পাস বন্ধ থাকবে কি-না।

এ অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে সিদ্ধান্ত নিবে বলে জানা গেছে।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কেএম নূর আহমদ বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ হবে কি-না, জরুরি সিন্ডিকেট সভার পর বিষয়টি জানা যাবে। বুধবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টায় অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এ সিন্ডিকেট সভা।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২৪
এমএ/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।