ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরবরাহ কম, বাজারে সবজির দাম চড়া 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
সরবরাহ কম, বাজারে সবজির দাম চড়া 

চট্টগ্রাম: কারফিউ শিথিল থাকায় নগরের সবচেয়ে বড় সবজির আড়ত রিয়াজউদ্দিন বাজারে বুধবার (২৪ জুলাই) সকালে ক্রেতা সমাগম কিছুটা বাড়লেও সবজির সরবরাহ ছিল কম। তাই আড়তে প্রায় সব ধরনের সবজির দাম ছিল ৫-১০ টাকা বেশি।

যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও।

আড়তদাররা জানান, কারফিউ শুরুর পর থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে সবজি আসা কমে গেছে আড়তে।

এ বাজারে অধিকাংশ সবজি আসে উত্তরবঙ্গ থেকে। সবজি নিয়ে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রামে আসলে ফিরতি পথে খালি যেতে হচ্ছে ট্রাকগুলোকে। তাই দ্বিগুণ ভাড়া আদায় করছেন চালকরা। যা আসছে তা ক্রেতার চাহিদার তুলনায় কম। তাই সবজির কিছুটা দামও বেড়েছে।
 
রিয়াজউদ্দিন বাজার আড়তে পাইকারিতে লাউ ৩০-৩৫, পেঁপে ৪০, শসা ৪০, বরবটি ৬০ টাকা, পটল ৩০-৩৫, বেগুন ৬০, চিচিঙ্গা ২৫-৩০, ঢেঁড়স ৪০, টমেটো ১৭০-১৮০, কাঁচা মরিচ ২৫০-২৬০, মিষ্টি কুমড়া ২৫-২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে ৫ থেকে ১০ টাকা বেশি।

এদিকে পাইকারি আড়তে দাম বাড়ায় নগরের কাঁচা বাজারগুলোতে প্রায় সব সবজির দাম ৫০ টাকা ছাড়িয়েছে।

নগরের কাজীর দেউড়ি বাজারে আসা ইমরান হোসেন নামে এক ক্রেতা বলেন, বাজারে সব ধরনের সবজির দাম বাড়তি। বেশিরভাগ সবজির দাম এখন ৫০ টাকার উপরে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।