ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতালে চিকিৎসাধীন তরুণের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
চমেক হাসপাতালে চিকিৎসাধীন তরুণের মৃত্যু ...

চট্টগ্রাম: কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় আহত আবদুল মজিদ (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আবদুল মজিদের বাড়ি খাগড়াছড়িতে। তিনি চাঁদপুরে একটি গণপরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

সেখানে সহিংসতার ঘটনায় তার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। পরে স্বজনরা উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে নিয়ে আসে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কোটা সংস্কারের আন্দোলনে সহিংসতার ঘটনায় এ নিয়ে চমেক হাসপাতালে ৬ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।