ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম কারাগারে কয়েদি-বিদ্রোহ, ৭ কারারক্ষী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
চট্টগ্রাম কারাগারে কয়েদি-বিদ্রোহ, ৭ কারারক্ষী আহত ...

চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহের ঘটনায় ৭ কারারক্ষীসহ ৮ জন আহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) দুপুর ২টার দিকে এ বিদ্রোহ শুরু হয়।

এ সময় কারারক্ষীরা রাবার বুলেট ছুঁড়েন এবং ফাঁকা গুলি চালিয়ে পরিস্থিতি শান্ত করেন। পরে কারাগারে অবস্থান নেন সেনাবাহিনীর সদস্যরা।
 

আহতের মধ্যে রুবেল (৩৫) নামে একজন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাকি ৭ জন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত কারারক্ষীদের নাম জানা যায়নি।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. ইব্রাহীম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা বিদ্রোহের ঘটনায় কারারক্ষীসহ ৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৭ জন আমাদের কারারক্ষী। তারা কারাগারের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালন করেছিলেন। তাদের কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নাম অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে রাবার বুলেটে আহত রুবেল নামে একজনকে চমেক হাসপাতালে আনা হয়। তার চোখে রাবার বুলেট পড়ে আহত হয়েছে। প্রথমে চক্ষু বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।  

চট্টগ্রাম জেল সুপার মঞ্জুর হোসেন বাংলানিউজকে বলেন, জুমার নামাজের পরে কিছু কয়েদি বিদ্রোহ করে বিক্ষোভ করে। কারাগারে পাগলা ঘণ্টা বাঁজানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় কারাগারে সেনাবাহিনী রাখার অনুরোধ জানায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।