ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কাজ করছে বিএনপি: বক্কর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় কাজ করছে বিএনপি: বক্কর

চট্টগ্রাম: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন, বিএনপিতে কোনো দুর্বৃত্তের জায়গা হবে না। কেউ যদি বিএনপি ও অঙ্গসংগঠনের নাম কিংবা ব্যানার ব্যবহার করে জানমালের ক্ষতি করে, তাদের তালিকা আমাদের দিন এবং আটক করে আইনের হাতে তুলে দিবেন।

দুষ্কৃতকারীদের চিহ্নিত করে দেশের সংখ্যলঘু সব শ্রেণিপেশার ও ধর্মের মানুষের নিরাপত্তা দিতে দিন-রাত কাজ করছে বিএনপি। কেউ গুজবে কান দেবেন না।
পরিকল্পিতভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। স্বৈরাচার হাসিনার দোসররা দেশকে অস্থিতিশীল করতে তৎপর, তাদের রুখে দিতে সবাইকে সোচ্ছার এবং সজাগ থাকতে হবে।  

শুক্রবার (৯ আগস্ট) বাদ জুমা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় দেশব্যাপী সাম্প্রদায়িক হামলা বন্ধ ও সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদানের নিশ্চিত করতে নগরের এনায়েত বাজারস্থ গোয়ালপাড়া, কেদারনাথ কলোনী, কালি বাড়ি এলাকায় পরিদর্শনকালে পথ সভায় তিনি এসব কথা বলেন।  

সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন,দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা অর্জন করেছে। দেশের পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে ‘শান্তি শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।  

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন, কোতোয়ালী থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাবেক কাউন্সিলর এম এ মালেক, এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলি আব্বাস খান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিযর যুগ্ম সম্পাদক আমি মর্তুজা খান, বিএনপি নেতা মো. আলমগীর, মাহবুব আলম রানা, এনায়েত উল্লাহ, মুসা আলম, নূর উদ্দিন সোহেল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নওশাদ, আমিন উল্লাহ, আবদুল্লাহ আল জিতু, মো. সমসের আলী, আবদুল্লাহ আল মামুন, মো. তারেক, মোহাম্মদ হাসান, আবদুল জালিল, আবু সালেহ আবিদ, সাইফুল ইসলাম ফয়সাল প্রমূখ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ৯, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।