ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক হলেন বিপ্লব পার্থ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের পরিচালক হলেন বিপ্লব পার্থ

চট্টগ্রাম: মানবাধিকারকর্মী ও সাংবাদিক বিপ্লব পার্থকে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক (মিডিয়া অ্যান্ড ইনফরমেশন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।  

রোববার (১১ আগস্ট) সংগঠনের প্রধান কার্যালয় ডেনমার্ক থেকে আইএইচআরসি জেনারেল সেক্রেটারি আইনুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয়।

বিপ্লব পার্থ বর্তমানে ডেনমার্ক থেকে পরিচালিত একটি ইংরেজি পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি জি-২০ সম্মেলনসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রোগ্রাম কাভারেজ করেছেন।

এছাড়া বাংলাদেশে হিন্দুদের অধিকার আদায়, বাকস্বাধীনতার অধিকার আদায় এবং মানবাধিকার রক্ষায় বিশেষ ভূমিকা পালন করেছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য। নেপালে যুব সম্মেলন, ভারতে ইয়ুথ ডেলিগেশন এবং থাইল্যান্ডে আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।