ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফ্রি চিকিৎসা সেবাকেন্দ্র দখলের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
ফ্রি চিকিৎসা সেবাকেন্দ্র দখলের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও এলাকায় বিনামূল্যে সেবা দেওয়া একটি চিকিৎসালয় দখলের অভিযোগে ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) অতিরিক্ত চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে মামলাটি করেন চিকিৎসালয়ের ব্যবস্থাপক আরিফুর রহমান।

 

মামলার আসামিরা হলেন, চান্দগাঁও এলাকার  আবুল কাশেম, আবুল হাশেম, আজিজুল হাকিম, নেজাম, রিদুয়ান,মো. রফিক, আজিজুল হক ও  আবুল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, ব্যক্তিগত উদ্যোগে প্রবাসী নারী উদ্যোক্তা রিনা আক্তার গড়ে তোলেন আছিয়া রহমান ফাউন্ডেশন।

এ ফাউন্ডেশনের মাধ্যমে চিকিৎসালয়টি পারিচালিত হয়ে আসছিল। সরকার পতনের পর ৬ আগস্ট আসামিরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে চিকিৎসালয়টিতে ভাঙচুর চালিয়ে চিকিৎসা সরঞ্জামসহ সাড়ে ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এছাড়া অববাঠামোর ক্ষতি করে ১৮ লাখ টাকার। এরপর থেকে বন্ধ রয়েছে চিকিৎসালয়টি। কিন্তু আসামিরা সেখানে অবস্থান নেওয়ায় ভয়ে রোগী, চিকিৎসক কেউ আসছেন না।  

বাদীর আইনজীবী অ্যাডভোকেট মামুনুল হক চৌধুরী জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্টো ইউনিটকে তদন্তের নির্দেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ