ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বনবিভাগের ৫০ একর জমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
বনবিভাগের ৫০ একর জমি উদ্ধার ...

চট্টগ্রাম: লোহাগাড়ায় বনবিভাগের ৫০ একর দখল করে রাখা জমি উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে ১৭টি মৎস্য খামার, ১০টি পানের বরজ ও ১টি মাল্টা বাগান রয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দিনব্যাপী অভিযান চালিয়ে চুনতি রেঞ্জের সাতগড় বনবিটের আওতাধীন এলাকা থেকে এসব জমি উদ্ধার করা হয়।

চুনতি রেঞ্জের সাতগড় বিট কর্মকর্তা রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, অভিযান পরিচালনা করে বনের বেশকিছু জমি উদ্ধার করা হয়েছে।

সংরক্ষিত বনভূমি জবরদখলকারীদের বিরুদ্ধে মামলা করা হবে। এছাড়া বনের সব দখল জমি উদ্ধারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।