ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর: শামীম

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, অক্টোবর ১, ২০২৪
অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর: শামীম ...

অসাম্প্রদায়িক দেশ গড়ে তুলতে বিএনপি বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।  

মঙ্গলবার (১ অক্টোবর) ফেনী সদরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায় এবং ফেনী জেলা বিএনপির সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

 

মাহবুবের রহমান শামীম বলেন, ফ্যাস্টিট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দেশ নিয়ে তারা নানা ষড়যন্ত্র করে চলেছে। কিন্তু বিএনপিসহ দেশবাসী তা প্রতিহত করছে।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ওই অপশক্তি নতুনভাবে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে তারা বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। তাই এবারও বিএনপিসহ দেশবাসী তাদের সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। আগের চেয়ে আরও বেশি উৎসবমুখর পরিবেশে সনাতনীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব পালিত হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন যেন প্রতিটি মণ্ডপে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে টিম করে সনাতনীদের পাশে থাকে।

ফেনী জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি হিরা লাল চক্রবর্তীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সহদেব চন্দ্র দাসের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ হারুন, কেন্দ্রীয় সদস্য জিয়া উদ্দিন মিস্টার, অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, জালাল উদ্দিন মজুমদার, মশিউর রহমান বিপ্লব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থ, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক এমএ খালেক, ফেনী জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট পার্থ পাল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনী জেলার সভাপতি সুখদেব নাথ, সহ সভাপতি অ্যাডভোকেট সমীর কর, সাধারণ সম্পাদক লিটন সাহা, ফেনী জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক অনিল নাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ০১, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।