ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গুণীজনের কদর না করলে সমাজে গুণীজনের জন্ম হবে না

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
গুণীজনের কদর না করলে সমাজে গুণীজনের জন্ম হবে না ...

চট্টগ্রাম: দেশে গুণীজনের কদর না করলে সমাজে গুণীজনের জন্ম হবে না বলে মন্তব্য করেছেন মাহাবুবুল আলম চৌধুরীর স্মরণসভায় বক্তারা।

শনিবার (১২ অক্টোবর) হাটহাজারী ধলই ফেদাই চৌধুরী মাদরাসা প্রাঙ্গণে স্থানীয় ফেদাই চৌধুরী নুরানি তালিমুল কোরআন মাদরাসার প্রতিষ্ঠাতা ওয়াকফ এস্টেটের মতোয়াল্লী মাহাবুবুল আলম চৌধুরীর স্মরণসভায় বক্তারা এ মন্তব্য করেন।

ফেদাই চৌধুরী পাড়া প্রবাসী পরিষদ এ নাগরিক শোকসভার আয়োজন করে।

প্রধান অতিথি ছিলেন ড.মুহাম্মদ ইউনূস সুহৃদ পরিষদের প্রতিষ্ঠাতা সহ সভাপতি ডা.কিউ এম অহিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা জজ মো. সফিউল আজম চৌধুরী, চট্টগ্রাম ক্রিয়েটিভ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জাহিদ হোসেন শরীফ, নাজিরহাট কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম চৌধুরী। হাটহাজারী প্রেস ক্লাবের সভাপতি কেশব কুমার বড়ুয়া, মুক্তিযোদ্বা কমান্ডার নুরুল আলম, ফেদাই চৌধুরী নুরানী তালিমুল কোরআন মাদরাসার সভাপতি কামরুল হাসান, ধলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ, অধ্যাপক শওকত হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যলয়ের কর্মকর্তা ওমর ফারুক লুলু, পেট্রোবাংলার অবসরপ্রাপ্ত কর্মকর্তা আহসান উল্লাহ চৌধুরী, গুমানমর্দন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সেলিম উল্লাহ চৌধুরী, মাওলানা মো. ইউসুফ, সাবেক ইউপি সদস্য বদিউল আলম, আজম উদ্দিন শরীফ, মোহাম্মদ জসীম উদ্দিন, মোজাম্মেল হক, মাওলানা ফজলুল হক, মো. এয়াকুব আলী, মরহুমের সন্তান আশরাফুল আলম চৌধুরী মামুন, গাজী মো. জাহেদ, মুনসুর আলম, আবু হানিফ পারভেজ, মো. নিজাম উদ্দিন, মো. রবিউল ইসলাম, মো. জহুরুল আলম, আবুল হাসেম ও মামুন তালুকদার সভায় বক্তব্য দেন।

প্রধান অতিথি বলেন, পিছিয়ে পড়া এলাকা ও সমাজের উন্নয়নে মাহাবুল আলম চৌধুরীর আমৃত্যু কাজ করেছেন। তার রেখে যাওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিয়ত সমাজের আলোকবর্তিকা হয়ে কাজ করবে। ভবিষ্যৎ প্রজন্ম মাহাবুবুল আলম চৌধুরীর রেখে যাওয়া আদর্শ ও প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে নিজেদের সফল মানুষ হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা পাবে।

বিশেষ অতিথি সফিউল আজম বলেন, এলাকার উন্নয়নে স্কুল, কলেজ, মাদরাসা ও মসজিদের মতো প্রতিষ্ঠানগুলোর সওয়াব প্রতিনিয়ত সাদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে। ভবিষ্যৎ প্রজন্মকে তার আদর্শ অনুসরণের আহবান জানান তিনি।

হাটহাজারীর তথা উত্তর চট্টগ্রামে মরহুম মাহাবুবুল আলম চৌধুরীর বিভিন্ন উন্নয়নকাজ, তার প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ভূমিকা নিয়ে স্মারকগ্রন্থ ‘স্মৃতিতে অমলিন’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিরা।  

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।