ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেশি দামে পণ্য বিক্রি, বোয়ালখালীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
বেশি দামে পণ্য বিক্রি, বোয়ালখালীতে ৪ ব্যবসায়ীকে জরিমানা

চট্টগ্রাম: বোয়ালখালীতে বেশি দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার কানুনগোপাড়া বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা।

তিনি বলেন, বাজার তদারকির অংশ হিসেবে অভিযান চালিয়ে কানুনগোপাড়ায় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৪০ ধারায় ৪ জন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি জানান, ওই ব্যবসায়ীরা তালিকায় পেঁয়াজের মূল্য ১০০ টাকা লিখলেও ক্রেতাদের কাছ থেকে দাম নিচ্ছিলেন ১১০-১১৫ টাকা।

এছাড়া ডিমেরও বাড়তি দাম নেওয়া হচ্ছিল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।