ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

র‍্যাংকনের পরিবেশবান্ধব প্রকল্প ‘কুইন্স পার্ক’র হস্তান্তর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
র‍্যাংকনের পরিবেশবান্ধব প্রকল্প ‘কুইন্স পার্ক’র হস্তান্তর ...

চট্টগ্রাম: র‍্যাংকন এফসি প্রপার্টিজ তাদের পরিবেশবান্ধব প্রকল্প ‘কুইন্স পার্ক’ হস্তান্তর করেছে।  সম্প্রতি এ উপলক্ষে নগরের নাসিরাবাদ প্রপারটিস এর প্রকল্প প্রাঙ্গণে ‘মিট দি ওনারস’ অনুষ্ঠানের আয়োজন করে আবাসন খাতের অন্যতম শীর্ষ এ প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী এবং সিইও তানভীর শাহরিয়ার রিমন অ্যাপার্টমেন্ট মালিকদের সঙ্গে নিয়ে কেক কেটে হস্তান্তর অনুষ্ঠান উদযাপন করেন।

প্রতিষ্ঠানের এমডি ফাহিম ফারুক চৌধুরী বলেন, আমরা প্রত্যেকটি প্রজেক্টে এক একটি স্বপ্ন ধারণ করি এবং তা বাস্তবায়নের চেস্টা করি তারই প্রতিফলন হিসেবে আমরা আমাদের প্রজেক্টে বসবাসকারীদের লাইফস্টাইলে একটা অভিনব পরিবর্তন নিয়ে আসি।

প্রতিষ্ঠানটির সিইও তানভীর শাহরিয়ার রিমন বলেন, একটি ভবন বানিয়ে আমরা আমাদের দায়িত্ব শেষ করে ফেলি না, আমরা এই ভবনগুলোকে সবসময় যত্ন করি, যেমন করে গ্রাহকদের সঙ্গে আমাদের সম্পর্কের পরিচর্যা  করি।  

এ সময় তিনি এই ভবন তৈরির সঙ্গে জড়িত সবার প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে নানা চ্যালেঞ্জের মাঝেও নান্দনিক একটি স্থাপনা উপহার দেওয়ার জন্য প্রকল্পের ভূমি মালিক ইস্পাহানি গ্রুপের পক্ষে নজরুল ইসলাম র‍্যাংকন এফসি প্রপার্টিজ-কে ধন্যবাদ জানান।

তিনি বলেন, অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মাঝেও র‍্যাংকন যে সঠিক সময়ে উচ্চ মান সম্মত ভবণ হস্তান্তর করেছে তা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।  

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অ্যাপার্টমেন্ট মালিক আসাদুল হক এবং এমডি তারিক হোসাইন অপু।  

এ সময়ে হেড অব কমার্শিয়াল অপারেশন মোহাম্মাদ আইয়ুব, জিএম ফিন্যান্স হানিফ বিল্লাহ, জিএম কন্সট্রাকশন বিশ্বজিৎ চৌধুরী, জিএম বিজনেস ডেভেলপমেন্ট শফিউল আলম জুয়েল সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, নাসিরাবাদ প্রপারটিস এর ৬ নম্বর সড়কে নির্মিত এই অভিজাত ভবনে রয়েছে ২৩টি অত্যাধুনিক অ্যাপার্টমেন্ট। প্রকল্পে আছে ইক্যুইপড ওয়েটিং লাউঞ্জ, স্কাই লাউঞ্জ, গ্রিন জোন, বাচ্চাদের খেলার জায়গা, এবাদত খানা এবং সুসজ্জিত ফিটনেস সেন্টার।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।