ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে রেড ক্রিসেন্টের চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
বোয়ালখালীতে রেড ক্রিসেন্টের চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্প ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে রেড ক্রিসেন্ট সোসাইটির তিনদিনব্যাপী মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে এ প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা।

যুব রেড ক্রিসেন্ট বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ইউনিট এ ক্যাম্পের আয়োজন করেছে। এ চিকিৎসা প্রশিক্ষণ ক্যাম্পে এ কলেজের যুব রেড ক্রিসেন্ট সোসাইটির ৩৭ জন সদস্য অংশ নিয়েছেন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক গৌতম রায়ের সঞ্চালনায় বক্তব্য অনুষ্ঠানে রাখেন কলেজের উপাধ্যক্ষ মহসিন উদ্দিন খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম,  যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, অভিষেক চৌধুরী, মোহাম্মদ নবী, প্রাক্তন দলনেতা, আসাদুজ্জামান নূর। উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের দল নেতা আরিফ মাহমুদ আদিফ,  হাসান, জিসান, মেহেদী ও মামুন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।