ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগকর্মী হাবিবুর গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগকর্মী হাবিবুর গ্রেপ্তার ...

চট্টগ্রাম: নগরের পাচঁলাইশ থানার মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো ছাত্রলীগকর্মী হাবিবুর রহমান হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে।  

মঙ্গলবার (২২ অক্টোবর) দিবাগত রাতে নগরের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাবিবুর রহমান হৃদয়, ওমরগণি এমইএস কলেজের শিক্ষার্থী। তিনি সেই কলেজের ছাত্রলীগের কর্মী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই নগরের পাচঁলাইশ থানার মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল বের করে। সেখানে ছাত্র-জনতা অবস্থান করে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, নগরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ,কলেজ,স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় হাবিবুর রহমান হৃদয় ও অন্য দুষ্কৃতিকারীরা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এছাড়াও তারা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি-সোঁটা দিয়ে ছাত্র-জনতাকে পিটিয়ে ও ককটেল বোমার বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।  

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, গত ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলনে নগরের মুরাদপুর এলাকায় অস্ত্র হাতে থাকা নগরের পাঁচলাইশ থানায় হওয়া মামলার আসামি হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে নগরের খুলশী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বড়ভাইদের নির্দেশে গত ১৮ জুলাই ছাত্র জনতার আন্দোলনে নগরের মুরাদপুর এলাকায় অস্ত্র নিয়ে যাওয়ার কথাও স্বীকার করেছেন হাবিবুর। সেখানে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। হাবিবুর নগরের পাঁচলাইশ থানায় হওয়া মামলার আসামি হওয়ায় তাকে সেই থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।