ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অস্ত্র হাতে যুবকের সেলফি, পুলিশের হাতে ধরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
অস্ত্র হাতে যুবকের সেলফি, পুলিশের হাতে ধরা ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় তল্লাশি চালিয়ে রায়হান ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক যুবকের পকেট থেকে একটি কার্তুজ উদ্ধার করে। এ সময় রায়হান ফেরদৌস তার মোবাইলটি লুকানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায়।

মোবাইলটি চেক করলে গ্যালারিতে অস্ত্র হাতে রায়হানের একটি সেলফি দেখতে পায় পুলিশ।

পরে রোববার (৩ নভেম্বর) রাতে সাতকানিয়ার দ্বীপের কুল বাংলাবাজার এলাকায় তার বাড়ি থেকে ওই দেশীয় তৈরি একটি একনলা বন্দুক ও কার্তুজ উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, রোববার রাত একটার দিকে নতুন ব্রিজ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করার সময় সন্দেহজনক আচরণ করার কারণে রায়হান ফেরদৌস মোরশেদ নামে এক যুবককে তল্লাশি করা হয়। এ সময় তার পকেট থেকে একটি কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়। রায়হান ফেরদৌস তার মোবাইলটি লুকানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায়। পরে মোবাইলটি চেক করলে অস্ত্র হাতে রায়হানের সেলফি ছবি দেখা যায়।

তিনি আরও জানান,  জিজ্ঞাসাবাদে রায়হান ফেরদৌস বন্দুকটি তার নিজ বাড়ি সাতকানিয়ায় আছে বলে স্বীকার করেন। পরে রাতেই সাতকানিয়া থানার সহযোগিতায় দ্বীপের কুল বাংলাবাজার এলাকায় তার বাড়ি তল্লাশি করে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এই সময় পুলিশ তার দেখানোমতে মোবাইলের গ্যালারিতে ছবি থাকা আরেকটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করে। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়:১৮২৫ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।