ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বেপরোয়া গাড়ি কেড়ে নিল মানসিক প্রতিবন্ধীর প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
বেপরোয়া গাড়ি কেড়ে নিল মানসিক প্রতিবন্ধীর প্রাণ প্রতীকী ছবি।

চট্টগ্রাম: মীরসরাইয়ে বেপরোয়া গতির গাড়ির চাকায় পিষ্ট হয়ে অনিল জলদাস (৬৫) নামের এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধ মারা গেছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওয়ার্লেস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিল উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বাসিন্দা।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বাংলানিউজকে বলেন, সকালে খবর পেয়ে মহাসড়কের ওয়ার্লেস এলাকায় অজ্ঞাতনামা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা যাওয়া একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।